প্রিয় বন্ধুরা সালাম নিবেন। আজ আমি আপনাদেরকে জানাবো কীভবে পেন ড্রাইভে দ্রুত কপি বা পেস্ট করা সম্ভব। আসুন কথা না বাড়িয়ে জেনে নেই। নানা কারণে আমরা কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি বা পেস্ট করে থাকি। অনেক সময় দেখা যায় পেন ড্রাইভে ফাইল কপি হতে অনেক সময় দরকার হয়। অনেকে কপি বা পেস্ট দ্রুত করার জন্য নানা ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে আপনি ইচ্ছা করলে সফটওয়্যার ছাড়াই কপি বা পেস্ট দ্রুত করতে পারেন। এ জন্য প্রথমে আপনাকে My Computer এ ডানে কিল্ক করে Properties option এ যান।এখন Hardware ট্যাব থেকে Device manger option এ যান। এরপর ports (com <P)থেকে communication port option double click করুন। এখন ports settings থেকে Bits per secondহিসেবে সবোর্চ্চ বিট128000 select করুন। এরপর Follow control optionথেকে hardware select করে OK করুন। এর পর পিসি রিস্টার্ট দিন। একণ পেন ড্রাইভ কপি পিস্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত হবে।