আমরা খুব সহজে কম্পিউটার সেটিংস থেকে কিছু পরিবর্তন করে কম্পিউটার স্টার্টাপের গতি বাড়াতে পারি। এ জন্য আপনাকে যেটা করতে হবে windows Menu +R প্রেস করে Run এ গিয়ে msconfig কমান্ডটি লিখতে হবে হবে এরপর একটি box আসবে যাতে startup এ গিয়ে আপনার যে প্রোগ্রাম দরকার তা রেখে অন্য সব আনচেক করুন। এখন ok দিয়ে পিসি restart করুন। এরপর দেখুন আপনার কম্পিউটার স্টার্টাপের সময় অনেক কম লাগছে।