ধরা যাক, আপনি এবং আপনার বন্ধু একসাথে বসে আছেন। আপনার মেসেজ ইনবক্সে থাকা অসাধারন এসএমএস সংগ্রহ থেকে কিছু এসএমএস আপনার বন্ধুটি চাইল। আপনার মোবাইলে নেই পর্যাপ্ত টাকা। থাকলেও বা কি? এতগুলো পাঠিয়ে পোষাবে না। সেক্ষেত্রে আপনি এই ট্রিকসটি খাটাতে পারেন।
প্রথমে আপনি যেই মেসেজটি আপনার বন্ধুকে ব্লু-টুথ দিয়ে পাঠাবেন সেটি Forward করে এডিটিং মুডে রাখুন। তারপর নিচের ছবির মত Options থেকে Editing Options এ গিয়ে Copy ক্লিক করুন। তারপর কার্সর মুভ করে সমস্ত মেসেজটি কপি করে রাখুন।
এবার Menu তে গিয়ে Organizer থেকে Note বের করুন। New Note এ ক্লিক করুন। সেখানে Option থেকে Editing Options এ গিয়ে একটু আগে কপি করা মেসেজটি Paste করে দিন। তারপর Option এ গিয়ে Send থেকে Via Bluetooth এ ক্লিক করে ব্লু-টুথের মাধ্যমে আপনার বন্ধুর কাছে মেসেজটি পাঠিয়ে দিন।
১ সেকেন্ডের মধ্যেই আপনার বন্ধুর কাছে নোটটি গিয়ে পৌছবে। আপনার বন্ধু সেটি খুললেই নোটটি পাবে। খোলার পর Option থেকে Send এ গিয়ে Via Text Message ক্লিক করলে এটি মেসেজে ফিল্ডে চলে যাবে। এবার সেখানে চিত্রের মত Option থেকে Save as Draft এ ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে।
আজ এতটুকুই। কথা হবে আরেকদিন।
প্রথমে আপনি যেই মেসেজটি আপনার বন্ধুকে ব্লু-টুথ দিয়ে পাঠাবেন সেটি Forward করে এডিটিং মুডে রাখুন। তারপর নিচের ছবির মত Options থেকে Editing Options এ গিয়ে Copy ক্লিক করুন। তারপর কার্সর মুভ করে সমস্ত মেসেজটি কপি করে রাখুন।
এবার Menu তে গিয়ে Organizer থেকে Note বের করুন। New Note এ ক্লিক করুন। সেখানে Option থেকে Editing Options এ গিয়ে একটু আগে কপি করা মেসেজটি Paste করে দিন। তারপর Option এ গিয়ে Send থেকে Via Bluetooth এ ক্লিক করে ব্লু-টুথের মাধ্যমে আপনার বন্ধুর কাছে মেসেজটি পাঠিয়ে দিন।
১ সেকেন্ডের মধ্যেই আপনার বন্ধুর কাছে নোটটি গিয়ে পৌছবে। আপনার বন্ধু সেটি খুললেই নোটটি পাবে। খোলার পর Option থেকে Send এ গিয়ে Via Text Message ক্লিক করলে এটি মেসেজে ফিল্ডে চলে যাবে। এবার সেখানে চিত্রের মত Option থেকে Save as Draft এ ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে।
আজ এতটুকুই। কথা হবে আরেকদিন।