মোবাইলে বাংলা লিখার নিয়মসমূহ



মোবাইলে বাংলা লেখার জন্য দুটি সাইট অত্যন্ত জনপ্রিয়। যথাক্রমে http://writebangla.com/ এবং http://banglatext.com/ । প্রথমটি নিয়েই আগে আলোচনা করি।

কোন বাংলা অক্ষরের জন্য কি-প্যাডের কোন বাটনটি টিপতে হবে, সেটি দেখে আসুন এবং ভালো করে নিউরনে গেঁথে নিনঃ http://writebangla.com/PhoneticKeymap.html । খুব কঠিন নয়, ইংরেজি অক্ষরের সাথে মিল রেখেই কি-ম্যাপ সাজানো হয়েছে। যুক্তবর...্ণ লেখার নিয়ম দেখে নিনঃ http://writebangla.com/juktoborno.html

এবার এই লিংকে যানঃ http://writebangla.com/WritePhoneticBangla.html (ভবিষ্যতে ব্যবহারের জন্য এটি বুকমার্ক করে রাখতে পারেন)। এখানে Banglish Input Box নামের একটি খালি ফিল্ড পাবেন। এই ফিল্ডে একটু আগে শেখা নিয়ম অনুসারে বাংলিশ লিখুন। লিখে Convert Banglish To Bangla -এর উপর ক্লিক করলে নিচের আরেকটি ফিল্ডে বাংলিশ লেখা গুলো বাংলায় রুপান্তরিত হবে। ফিল্ডের নিচে বাংলায় উঠে যাবে, আপনি কি লিখেছেন। সঠিক হয়েছে কিনা মিলিয়ে নিন, না হলে কি-ম্যাপ দেখে বাংলিশ লেখার ফিল্ডে থেকে শুধরে নিন। মনমতো হলে, রুপান্তরিত বাংলা লেখার ফিল্ড থেকে লেখাগুলো কপি করে নিন। আপনার মোবাইল বাংলা সমর্থন না করলে, ফিল্ডের ভেতর লেখাগুলো চারকোণা ঘরের মত লাগতে পারে। তবে ভয়ের কিছু নেই। ওই লেখাই কপি করতে হবে।

যদি আপনি অপেরা মিনি 5+ সংস্করন ব্যবহার করেন, তবে বাংলা লেখার ফিল্ডের উপর কার্সর এনে 1 চাপুন। Copy লেখার উপর ক্লিক করুন, কপি হয়ে যাবে। তারপর, ফেসবুকের স্ট্যাটাস বা কমেন্ট বক্স, টুইটার অথবা অন্য যেকোন সাইটে লেখার জন্য নির্ধারিত বক্সের উপর 1 চেপে Paste এর উপর ক্লিক করলে পেস্ট হয়ে যাবে।

অপেরা মিনি ৪ সংস্করন ব্যবহার করলে, ফিল্ডের উপর ক্লিক করে এডিট মুডে আসুন। তারপর Copy-Paste/Editing Option/ অপশন থেকে Copy All এ ক্লিক করুন। এবার যেখানে পেস্ট করবেন, সেখানে Copy-Paste/Editing Option থেকে Paste এ ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। শুধুমাত্র প্রথমবারের জন্য একটি অ্যাপ্লিকেশন 'Allow' করতে হবে। পরবর্তীতে নতুন করে অ্যাপ্লিকেশন 'Allow'
করার প্রয়োজন হবে না।

২। প্রথমে এই লিংকঃ http://banglatext.com/keymap.php এ গিয়ে কী-ম্যাপ অনুসরণ করতে হবে। কী-ম্যাপ এর মানে কোন অক্ষর চাপলে, কোন অক্ষর আসবে, এটির নিয়ম জানার জন্য। এরপর এই লিংকঃ http://banglatext.com/ এ গিয়ে ঐ কী-ম্যাপ অনুসরণ করে 'Enter Text: (see
KeyMap)' লেখার নিচের বক্সে বাংলিশ লিখুন। লেখার পর 'Convert' অপশনে ক্লিক
করলে, বাংলিশ লেখাটি বাংলা লেখাতে রুপান্তর হয়ে যাবে। এই ওয়েবেসাইটের মাধ্যমে আপনি বাংলা লেখার বানান ঠিক করতে পারবেন। এর জন্য http://banglatext.com/settings.php এ গিয়ে 'Auto Correction' অপশনটি অন করুন।

উপরের সব লিংক বুকমার্ক করে রাখলে, সহজে বাংলা লেখা যাবে। এছাড়া চিত্র সহকারে বাংলা লিখার জন্য অফলাইন এবং অনলাইন কিছু নিয়ম আলোচিত হয়েছে এখানেঃ http://onlineguide24.blogspot.com/

সবার জন্য গুরুত্বপূর্ন এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।