শোনা যাচ্ছে, ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর মা হতে যাচ্ছেন! তবে বাস্তবে নয়। ঢালিউডের অনেক পরিচালকই আবার শাবনূরকে চলচ্চিত্রে ফিরিয়ে আনতে চাইছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তা নায়িকা চরিত্রে নয়, নায়ক-নায়িকার মায়ের চরিত্রে।
মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে টেনশনে পড়েছেন শাবনূর। এ খবর শুনে ভীষণ চটেছেন তিনি। পরিচালকরা কিভাবে তাকে এমন প্রস্তাব দেয় তাও তার মাথায় আসছে না। তবে হ্যাঁ, ফের অভিনয় করলে নায়িকা চরিত্রেই করবেন তিনি। সরাসরি এমন কথাই জানিয়েছেন শাবনূর। পরিচালকদের এমন আচরণে ক্ষোভের পাশাপাশি হতাশাও ঝরছে তার কণ্ঠে।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, হয়তো একটু মুটিয়ে গেছি। নিজেকে পুরনো রূপে ফিরিয়ে আনারও চেষ্টা করছি। তার মানে এই নয় যে আমাকে নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।
সম্প্রতি পরিচালক মানিক শাবনূরকে বাদ দিয়ে 'ইটিস পিটিস প্রেম' ছবিতে নিয়েছেন নবাগত এক নায়িকাকে। অথচ এ ছবিতে কাজ করার কথা ছিল শাবনূরের। কিন্তু অস্বাভাবিক মুটিয়ে যাওয়ায় তাকে এ ছবি থেকে বাদ দেয়া হয়। তবে তিনিও ছাড়ার পাত্রী নন। আবারো 'সেই শাবনূর' ফিরবে বলে আশ্বস্ত করেছেন শাবনূর।
মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে টেনশনে পড়েছেন শাবনূর। এ খবর শুনে ভীষণ চটেছেন তিনি। পরিচালকরা কিভাবে তাকে এমন প্রস্তাব দেয় তাও তার মাথায় আসছে না। তবে হ্যাঁ, ফের অভিনয় করলে নায়িকা চরিত্রেই করবেন তিনি। সরাসরি এমন কথাই জানিয়েছেন শাবনূর। পরিচালকদের এমন আচরণে ক্ষোভের পাশাপাশি হতাশাও ঝরছে তার কণ্ঠে।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, হয়তো একটু মুটিয়ে গেছি। নিজেকে পুরনো রূপে ফিরিয়ে আনারও চেষ্টা করছি। তার মানে এই নয় যে আমাকে নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।
সম্প্রতি পরিচালক মানিক শাবনূরকে বাদ দিয়ে 'ইটিস পিটিস প্রেম' ছবিতে নিয়েছেন নবাগত এক নায়িকাকে। অথচ এ ছবিতে কাজ করার কথা ছিল শাবনূরের। কিন্তু অস্বাভাবিক মুটিয়ে যাওয়ায় তাকে এ ছবি থেকে বাদ দেয়া হয়। তবে তিনিও ছাড়ার পাত্রী নন। আবারো 'সেই শাবনূর' ফিরবে বলে আশ্বস্ত করেছেন শাবনূর।