মোবাইল থেকে বাংলা লেখার ও পড়ার উপায়

 ►►বাংলা দেখতে◄◄ 

Opera Mini তে বাংলা দেখতে এবং লেখতে যা যা করতে হবে

-> প্রথমে আপনার অপেরা মিনিটি ওপেন করুন ।
-> তারপর এড্রেস বারে গিয়ে  www. কেটে দেন, এবং ছোট হাতের অক্ষরে 

লিখুন opera:config ওকে দিন।
-> এবার আস্তে আস্তে নিছের দিকে আসুন  Use bitmap fonts for complex scripts এর পাশে No টাকে Yes করে দিন।
-> আর একটু নিচে  Save লেখা আছে ওটাতে ওকে দিন।

আপনার কাজ শেষ এবার ইচ্ছামত বাংলা সাইট ব্রাউজ করেন।


 ►►বাংলা লেখতে◄◄ 

নিচের পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে যেকোনো সাইটে বাংলা লিখতে পারবেন।

স্টেপ ১ :
সবার আগে এখানে যান।

স্টেপ ২ :
তারপর “Banglish Input Box” এ যা লিখার লিখে…
“Convert Banglish To Bangla” তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন…
রূপান্তর করা বাংলা লেখা টি “Bangla Output Box” এ চলে আসবে…




স্টেপ ৩ :
এখন রূপান্তরিত বাংলা লেখাটি “OPERA MINI” এর COPY-PASTE অপশন ব্যবহার করে যেকোন সাইটে ব্যবহার করুন…

লক্ষ্য করুনঃ
১) “Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে…
আপনি হয়তো বা বাংলার পরিবর্তে “Bangla Output Box”“▯▯▯▯▯▯▯▯” এমন কিছু দেখতে পাবেন…

সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না।” সেক্ষেত্রে BANGLA OUTPUT BOX এর নিচে রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন…

২) নির্ভুল বানানে বাংলা লিখতে কয়েকটি Rules এবং Keymap দেখুন এখান থেকে

এবার উপভোগ করুন বাংলা লেখার আনন্দ, তাও আবার মোবাইল থেকে!



আরো বিস্তারিত