Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-০৪]

বিসমিল্লাহির রহমানির রাহিম
সম্মানিত পাঠক ভাইয়েরা আসসালামু আলাইকুম  ওয়ারাহ মাতুলাহ
আপনার সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন...আমি ও আল্লাহর রহমতে ভাল আছি, আজকে আপনাদের জন্য Photoshop এর ধারাবাহিক  পর্ব নিয়ে এসেছি যা হয়তবা আপনাদের ভাল লাগতে পারে ...... Photoshop দিয়ে আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করতে পারি.."সাদা-কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি" কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক .....

প্রথমে যে কোন একটি ছবি ফটোশপ দিয়ে Open করুন। লেয়ার পেলেটের একেবারে নিচে Create new fill or Adjustment Layer নামক একটা বাটন আছে, তাতে ক্লিক করে Hue/Saturation অপশনটি সিলেক্ট করুন (লেয়ার পেলেটটি যদি আপনার না থাকে তাহলে Window মেনু থেকে Layer এ ক্লিক করুন)।


Hue/Saturation নামক একটি পপ-আপ বক্স আপনার সামনে আসবে। এখানে Hue স্লাইডারটা টেনে একেবারে বামপাশে নিয়ে আসুন অথবা Hue এর ঘরে -১৮০ লিখে দিন এখন আবার Saturation এর স্লাইডারটি টেনে বামপাশে নিয়ে আসুন অথবা -১০০ লিখে দিন।


সব ঠিকঠাক হয়ে থাকলে OK বাটনে ক্লিক করুন। আপনার টোটাল ছবিটা সাদা-কালো হয়ে যাবে। এখন টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করুন।


আপনার কার্সরটি একটি গোল বৃত্তের মতো হবে। Set foreground color হিসাবে কালো সেট করুন।


এখন ছবির যে অংশ আপনি রঙ্গিন করতে চান সে অংশের উপর দিয়ে মাউস ড্রাগ করুন। কি ঘটছে?


ফাইনালি আপনি ছবিটি নিচের ছবির মতো পাবেন।


ধন্যবাদ সবাইকে..........