Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-০১]

বিসমিল্লাহির রহমানির রাহিম

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি Photoshop এর টিউটোরিয়াল

প্রথমে Photoshop অপেন করে file - open এ গিয়ে একটি ছবি নিবেন তারপর বাম পাশের টুলবারটি হতে হরাইজন্টার টাইপ টুলটি (T) তে ক্লিক করে ছবির উপর আপনার পছন্দের লেখাটি লিখবেন Arial Black front এ অতঃপর Move tools এ ক্লিক করে keyboard হতে ctrl+t চেপে আপনার লেখাটি বড় করবেন আতঃপর আবার Move tools এ ক্লিক করে বাম পাশে Action task pan (এটা না পেলে Windows - Actions এ ক্লিক করতে হবে) হতে Text effect -Clear Emboss এ ক্লিক নিচের প্লে বাটনে ক্লিক করব দেখবেন ছবির উপর টেক্সটি প্লাস্টিক ইফেক্ট পড়েছে সমস্যা হলে নিচের ছবি দেখুন.... 



 




 


 





এই টিউটোরিয়ালটি আগে টিউনারপেইজ ব্লগে প্রকাশিত হয়েছে ...

ধন্যবাদ সবাইকে..........