ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা


যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।

অথবা run এ গিয়ে gpedit.msc টাইপ করুন।
বামের মেনু থেকে user config>administrative template>desktop সিলেক্ট করুন। ডান পাশে কয়েকট অপশন আসবে। একটা remove recycle bin frm dsktop. ওইটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে ড্রপ-ডাউন মেনু থেকে এনাবল করে দিতে হবে।