যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :
* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।
অথবা run এ গিয়ে gpedit.msc টাইপ করুন।
বামের মেনু থেকে user config>administrative template>desktop সিলেক্ট করুন। ডান পাশে কয়েকট অপশন আসবে। একটা remove recycle bin frm dsktop. ওইটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে ড্রপ-ডাউন মেনু থেকে এনাবল করে দিতে হবে।